বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে অপহরণের ৬ ঘন্টার মধ্যে যুবক উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি॥ রূপগঞ্জে হাফেজ মোঃ ইমন (২৮)কে অপহরনের ৬ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ।

থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হাফেজ মোঃ ইমন (২৮) সাওঘাট এলাকার হুমায়নের ছেলে। সে সন্ধ্যায় ভুলতা বাজারে আসার পথে সাওঘাট এলাকা থেকে অপহরনকারীরা তাকে তুলে নিয়ে যায় এবং মোবাইল ফোনে তার পরিবারের কাছে ৭০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরিবারের পক্ষ থেকে অপহরনের ঘটনা রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে অপহিত ইমনকে উদ্ধারের দায়িত্ব দেন ভুলতা ফাঁড়ি পুলিশকে। ভুলতা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ ঘন্টার মধ্যেই ইমনকে নারায়ণগঞ্জ কায়েমপুর এলাকা থেকে উদ্ধার করেছে বলে জানান এসআই মোস্তফা কামাল।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ রফিকুল হক বলেন, অপহরণকারীরা আমাদের অভিযানের কৌশলের কাছে পরাজিত হয়েই তাকে ফেলে পালিয়ে যায়। আর আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। অপহিত ইমনকে উদ্ধার করতে পেরেছি কিন্তু অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। শুনেছি এর আগেও এ এলাকায় আরো কয়েকটি অপহরনের ঘটনা ঘটেছে। আমি নতুন এসেছি। এ চক্রটি ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com