শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতকালীন শাক-সবজির ব্যাপক চাষাবাদ হচ্ছে। শীতকালীন শাক-সবজির মধ্যে ফুলকপি, বাধাকপি, আগাম জাতের বিভিন্ন প্রজাতের আলু, বেগুন, খিরা, টমেটো, বরবটি, শিম, লাউ, লালশাক, লাফাশাক, বাবুইশাকসহ প্রায় ২৬ ধরনের শাক-সবজি চাষাবাদ হচ্ছে এ উপজেলায়।
সম্প্রতি উপজেলার ক্ষুদ্র বাশঁবাড়ী, কাশিপুর, ধর্মগড়, রাউতনগর, সন্ধারইসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কৃষকেরা আগাম জাতের আলু রোপন করছে। কেউ বা আবার আগাম আলু রোপন করে ফেলেছে তার গাছ গজিয়ে উঠছে। একইভাবে বাধাকপি বড় হচ্ছে, ফুলকপি বাজারে উঠার মত হয়ে রয়েছে। অনেকে লাউ, শিম ও বরবটি আবাদ করেছে।
হাটগাঁও এলাকার লাউ চাষী শামীম হোসেন বলেন, প্রায় পঞ্চাশটি লাউ গাছ রোপন করেছিলাম সব গুলোই বড় হয়েছে। এগুলোতে এখন লাউ ধরছে প্রতি সপ্তাহে অনন্ত দুই থেকে তিন হাজার টাকার লাউ বিক্রি করছি। কাশিপুর এলাকার ফুলকপি চাষী এনামুল বলেন, এক বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছি। প্রথম দিকে ফুলকপির দাম ভালো পেলেও এখন দাম কমে গেছে। তবে বাধাকপিতে কিছুটা দাম পাওয়া যাবে বলে তিনি জানান।
ধর্মগড় এলাকার বরবটি ও শিম চাষী বদরুল জানান, হাইব্রিড জাতীয় শিম ও বরবটি এক বিষা জমিজুড়ে আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে বাজারজাত করছি। দামও বেশ ভালো পাচ্ছি।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ সুত্রে জানা গেছে, গত শীতে ১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে ৩৩ হাজার ১১৫ মেট্রিকট্রন শাক ও সবজি উৎপাদন হয়েছে। তবে এ বছর গত বছরের তুলনায় কিছুটা বেশি আবাদ হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, শাক-সবজি গত বছর ব্যাপক আবাদ হয়েছিল এবার গতবারের তুলনায় আরো বেশি আবাদের প্রত্যাশা করছি।