শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান(৭৫) গতকাল রাতে বাধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার ১৪ জানুয়ারি রাতে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান তার নিজ বাড়িতে বাধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। পরদিন সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তার বাড়ির উঠানে রাষ্ট্রেীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিভিন্ন মুক্তিযুদ্ধাগণ,স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com