সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: হাজার হাজার মুসুল্লিদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, বর্তমান বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর প্রশাসক ও ইউপি চেয়ারম্যান খ্যাতিমান,স্বচ্ছ রাজনীতিবিদ ও সমাজসেবক মঞ্জুরুল আলম (৭০) এর জানাজার নামাজ শনিবার (৩১ মে) সকাল ১০ টায় তার নিজ গ্রাম বনগাঁও দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তিনি গত শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস জনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাযা নামাজে ঠাকুরগাঁও জেলা বিএনপি, রাণীশংকৈল, হরিপুর পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নেত্রীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০ হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন।
তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ অনেক ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কাজে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছে। জানাযা শেষে বনগাঁও দাখিল মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।