শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিয়াজুর ইসলাম রিসাত (২০) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যুর খবর পাওয়া গেছে ।আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিসাত পৌরশহরের ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দীপ একই গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে। নিহত রিসাত দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন নিহত রিসাত ও আহত সন্দীপ মোটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদ পাকা সড়কে যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের ঘুন্টির সামনে
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাত মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সন্দীপকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়।

রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com