সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

রাণীশংকৈলে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কৃষি অফিস চত্বরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল হাসান, সহকারী মৎস অফিসার আব্দুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, মেলায় আগত বিভিন্ন ফলচাষী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অতিথিরা উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন। তিন দিনব্যাপি এই মেলার সমাপনী হবে আগামী ২১ জুন শনিবার। মেলায় অবস্থিত ৫টি স্টলে বিভিন্ন মৌসুমী ফল আম, জাম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, পেঁপে, কলাসহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com