রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ শীর্ষ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
গ্রেফতাররা হলেন- এফ জে জাহিদ, আঃ সামাদ, আলামিন, সাগর, রাসেল ও ক্যাসিনো ডিলার ইব্রাহিম।
জানা যায়, মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি লিটারবাহী গাড়ি আটক করে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। এসময় গাড়ির চালক ১৫ হাজার টাকা দিতে রাজি হলেও বাকি টাকা না দিলে গাড়ি বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গাড়ির মালিক বিষয়টি সেনাবাহিনীকে জানালে রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।