বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

রাণীশংকৈলে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ আটক ১

পুলিশের হাতে গ্রেফতার শহিদুল ইসলাম (২৫)।

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুলাই (রবিবার) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মোঃ মিনহাজুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমারগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল, বীরগঞ্জ ও রাণীশংকৈল থানা পুলিশ যৌথভাবে ধাওয়া করে। পরে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

চুরি যাওয়া ট্রান্সফরমারগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুলহোতা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com