শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার, সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

sdr

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলোচিত পৌর কাউন্সিলর আবু তালেবকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) গ্রেফতার করেছে থানা পুলিশ।

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রান গোবিন্দ শাহা বাচ্চু গত ১৮ জানুয়ারী রাতে আবু তালেবসহ দেড় শতাধিক অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, পৌর শহরের ফুটপাতে বিভিন্ন দোকানে মালামাল সরানোকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারী ঐ কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাধে। এঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় শহরে আবু তালেবের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে। ঐ রাতে থানায় মামলা হলে পুলিশ ঘটনার মূলহোতা কাউন্সিলর আবু তালেবকে গ্রেফতার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে সামাজিক-সম্প্রীতি কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

dig

এছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি সাইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সম্পাদক প্রবীর কুমার গুহ, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, ইউপি চেয়রম্যান জিতেন্দ্রনাথ বর্ম্মন, মতিউর রহমান প্রমুখ।

শেষে অতিথিরা পৌর শহরের ব্যবসায়ীদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ ঘটনায় জড়িত আবুল কালামের পুত্র লেমনকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com