শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের জানাযা সম্পূর্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকার বাসিন্দা শিদলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম আর নেই।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৫ টায় দিনাজপুর একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তান ও অসংখ্য শিক্ষার্থী সহ গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় রাণীশংকৈল কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পৌর শহরের পাঁচ পীর কবর স্থানে দাফন করা হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক মেয়র আলমগীর সরকার ও মোখলেছুর রহমান, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব ও গোলাম সাওয়ার বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান জানাযা নামাজে অংশগ্রহণ করেন।
জানাযা নামাজ পড়ান আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ হীল বাকী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com