বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

রাণীশংকৈলের সাংবাদিকরা মানুষকে হয়রাণী করছে-আইনশৃংখলা কমিটির সভায় বিপ্লব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সম্মেলন কক্ষে (১২ জুন) বুধবার মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনূষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে কমিটির উপদেষ্ঠা নবাগত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, এ উপজেলায় মোটরসাইকেল চুরির নায়ক রয়েছে এ কারণে চুরি বন্ধ হচ্ছেনা, এদের ছদ্দবেশে ধরতে হবে।

সংবাদকর্মিদের মধ্যে কিছু সাংবাদিক মানুষকে হয়রাণী করছে তা বন্ধ করতে হবে। এজন্য প্রেসক্লাব গুলিতে মিটিং করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আরো বলেন, ভূমি অফিসগুলোর প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

এ জন্য তহসিলদারদের আরো আন্তরিক হতে হবে। আরো বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা নবাগত ভাইসচেয়ারম্যান শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বিজিবি নায়েক সুবেদার ঠান্ডু, হাবিলদার নুর নবী, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com