সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে ডায়নামিক স্টিল মিল শ্রমিকদের ম্যাসে, খাবার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় রাজিবের ঘুষিতে তানভীরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক রাজিবকে পুলিশ আটক করেছে।
রবিবার রাত ৮টায় ঢাকা সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় ডায়নামিক স্টিল মিলের ম্যাসে এই ঘটনাটি ঘটেছে।
পুশিল ও স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে ম্যাসে রাজিব ও তানভীর ভাত খাবার নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায় হটাৎ রাজিব তানভীরের পেটে ঘুষি মারলে তানভীর মাটি লুটিয়ে পড়ে। এসময় রাজিবসহ অন্য সহযোগিরা তাকে গুরুত্বর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আসার পথেই তার মৃত হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করে। মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল ছুটে যায় এবং সেখান থেকে তানভীরের মরাদেহ উদ্ধার করে ও ঘাতক রাজিবকে আটক করেছে বলে জানান এসআই আলাউদ্দিন।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান, তানভীরের মরাদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হবে। আর আটককৃত আসামীকে ও মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।