শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

রাজধানীতে বাস চাপায় নারী নিহত

রাজধানীতে বাস চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক নারী কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে কোম্পানিটির কয়েকশ’ কর্মী ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রগতি সরণির ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী।

গুলশান ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক নারী কর্মী ঘটনাস্থলে নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্বাস জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন আছে তারা সরে গেলে রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com