শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ দলের জন্য গুরুত্বপূর্ণ অংশ ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ টি-টোয়েন্টি নেতৃত্ব পাওয়ার পর সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে উঠে এসেছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রসঙ্গও। সাকিব বলছেন, মুশফিক-মাহমুদউল্লাহ দুজনেই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারা এটা সম্পর্কে অবগত। তারা জানেন তাদের দায়িত্ব কী, চ্যালেঞ্জগুলো কী?’

এশিয়া কাপের আগে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে বিশ্রাম দেওয়া হয় মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকে। যদিও এশিয়া কাপের স্কোয়াডে ফেরানো হয়েছে তাদের। শোনা যাচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতেই নাকি হয়েছে এমনটি।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাত্র একটি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। কোনো সিরিজ থেকে নিজেই নিয়েছেন ছুটি, কোনো সিরিজে আবার বিশ্রামের আড়ালে তাকে দল থেকেই বাইরে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ দলে জায়গা হারাননি।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স নেই তার। এ সময়ে ১৪ ম্যাচে মাত্র ১০০.৪৮ স্ট্রাইকরেটে ২০৯ রান করেছেন টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বিশ্রামের আড়ালে বাদ দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষ ম্যাচে দলে ফিরলেও ২৭ বলে করেন মাত্র ২৭ রান। পরে ওয়ানডে সিরিজেও বলার মতো কিছু করতে পারেননি দলের সবচেয়ে বয়জ্যেষ্ঠ এই ক্রিকেটার।

ধারণা করা হচ্ছিল, আসন্ন এশিয়া কাপের দল থেকেও হয়তো বাদ পড়বেন মুশফিক ও মাহমুদউল্লাহ। কিন্তু তা হয়নি। বরং দুজনকেই দলে রেখে এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুধু তাই নয়, তাদের নিয়ে স্পষ্ট পরিকল্পনাও রয়েছে দলের। তিনি আরও যোগ করেন, ‘তারাও জানেন ঠিক কোন অবস্থায় আছেন। আমার আলাদা করে কিছু বলার নেই। এতদিন ধরে খেলার পরে উনারা খুব ভালো করেই পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন।

আমরাও জানি আমরা উনাদের থেকে কী আশা করছি। উনারা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ।’ গতবছর একপ্রর ঘোষণা দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেটকিপিং ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুশফিক। তবে এবার এশিয়া কাপে তার হাতেই থাকবে কিপিং গ্লাভস। যা মূলত অধিনায়ক সাকিবেরই চাওয়া।

এর পেছনে মুশফিকের অভিজ্ঞতার কথাই বলেছেন সাকিব আল হাসান। এ বিষয়ে তার ভাষ্য, ‘মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়।’

‘আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারবো ফিল্ডিংয়ের পজিশনের চিন্তা করা থেকে, কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কি না। কারণ এগারোটা খেলোয়াড় আমার পক্ষে সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে এটা ভালো দেখতে পারে। উনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এগুলো সহজ হয়ে যায়। ’

এশিয়া কাপের ১৭ সদস্যের বাংলাদেশ দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com