বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানে মাউন্টেন বাইক প্রতিযোগিতা

বান্দরবান প্রতিনিধি:: মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে দুরন্ত মাউন্টেন বাইক প্রতিযোগিতা।

শনিবার (২০ নভেম্বর) সকালে বান্দরবানের রাজার মাঠে বাংলদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, বাংলাদেশে সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মংসহ বাংলাদেশে সাইক্লিং ফেডারেশনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মাউন্টেন বাইক প্রতিযোগিতায় দেশের বিভিন্নস্থানের ১০০জন সাইক্লিস্ট অংশ নিয়েছে এবং বান্দরবান সদরের রাজার মাঠ থেকে শুরু করে ১০০ কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা পথ পারি দিয়ে নীলদিগন্ত পর্যটন কেন্দ্র হয়ে মিলনছড়িতে এসে এই প্রতিযোগিতা শেষ হবে।

বাংলাদেশে সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই আয়োজন দেশি-বিদেশি পর্যটকদের পার্বত্য জেলা ভ্রমণে আরও আকর্ষণ বাড়াবে এবং পাহাড় ও সমতলের অধিবাসীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধন সৃষ্টি করতে অনুপ্রেরণা যোগাবে। বিকেল ৩টায় বান্দরবান রাজারমাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com