সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের সিনেমা বিলডাকিনি 

মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের সিনেমা বিলডাকিনি 

বিনোদন প্রতিবেদক:: ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনি’ সিনেমাটি। এতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। ২০২৪ সালে শুরুর দিকে সিনেমার চিত্রনাট্য চুরির অভিযোগ আনেন মঞ্জুরুল ইসলাম মেঘ নামের এক ব্যক্তি। যা নিয়ে হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। হয়েছে খবরের শিরোনামও।

অবশেষে ‘বিলডাকিনি’ আসছে প্রেক্ষাগৃহে। গতকাল শুক্রবার এর প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে সিনেমার নির্মাতা-কলাকুশলীরা ছুটে যান এর শুটিং স্পটে। সেখান থেকেই জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ বেশ ক’টি প্রেক্ষাগৃহি মুক্তি পাচ্ছে ‘বিলডাকিনি’।

পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে সিনেমার মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এর নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদসহ অনেকে।

এদিকে, প্রকাশিত পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্রকেও। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’র মধ্যদিয়ে বাংলাদেশের সিনেমায় পা রাখেন পার্নো।

পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ‘ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই ছবি আপনারা দেখবেন সেই প্রত্যাশা করি একটা কারণে সেটা হচ্ছে- এটা আমাদের গল্প, আমাদের সিনেমা।’

‘আপনারা সবসময় আমাদের কাজগুলোকে ভালোবেসেছেন বলেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। আমরা দেশের কথা বলতে চাই, সমাজের কথা বলতে চাই। আমাদের সেই বলতে চাওয়ার পেছনের কারণটা আপনারা। কামনা করছি এবারও আপনারা আপনাদের ভূমিকাটা রাখবেন আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে।’ যোগ করে বললেন মোশাররফ করিম।

‘বিলডাকিনি’তে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। আর পার্নোর চরিত্রের নাম হানুফা। এতে আরও অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেনসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com