সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা খন্দকার আলী আব্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: সমাজ বদলের হাতিয়ার শ্রমজীবী মানুষের চিন্তার প্রবাদ পুরুষ প্রবীন কমিউনিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৪তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ আগস্ট) দুপুরে নবাবগঞ্জের কাশিমপুর লাল বারান্দায় দলীয় নেতাকর্মী ও তাঁর অনুসারিরা এ সভার আয়োজন করেন।

এসময় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় পার্টি প্রতিষ্ঠাতা খন্দকার আলী আব্বাসের স্ত্রী বেবী আব্বাস, ছেলে খন্দকার শওকত আলী উপস্থিত ছিলেন। তার স্মৃতিতে শ্রদ্ধা জানান খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমানসহ নানা শ্রেণী পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র‌্যালী বের করে। র‌্যালটি লাল বারান্দা হতে বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ ও সাম্যবাদ প্রতিষ্ঠায় সারাজীবন লড়াই করেছেন আলী আব্বাস। ব্যক্তি জীবনে লোভ লালসাকে উপক্ষো করে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে আমৃত সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সকল প্রগতিশীলদের কাজ করার আহবান জানান নেতারা। খন্দকার আলী আব্বাস তার রাজনৈতিক জীবনে দীর্ঘদিন আত্মগোপনে থেকেছেন। তিনি আশির দশক থেকে সাম্যবাদীলের সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৪ সালে পার্টির আদর্শিক আন্ত:বিরোধের কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গঠন করেন। ২০১১ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

এসময় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের আজহারুল হক, আব্দুল জলিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার থানা সভাপতি মো. আব্দুল হাকিম, মো. নাসির উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com