বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন মা হারালেন

বিনোদন প্রতিবেদঃ মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) আর নেই। রবিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে মধ্যরাতে জামিল নিজেই জানিয়েছেন মায়ের মৃত্যর খবর। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন… আমিন।’

জানা যায়, রবিবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামিলের কাছের কয়েকজন নির্মাতা ও সহকর্মী।

উল্লেখ্য, ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন।
এরপর থেকে তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক বাংলা নাটকে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন জামিল। একইসঙ্গে নাটক প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি। রয়েছে নিজের ইউটিউব চ্যানেলও।সেখানে নিজের অভিনীত প্রযোজিত নাটক আপলোড করেন তিনি।

অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মী অভিনয়শিল্পী ও পরিচালকের। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জামিলকে সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com