বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের নামে মামলা দায়েরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের নামে মামলা দায়েরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, কার্যনিবাহী সদস্য মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ।

এসময় সাংবাদিকরা মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com