শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশের টেনিসে আরেকটি ‘প্রথম’ সংযোজন হলো। সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।
টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি জসিম উদ্দিন ও মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও সুইডেনের প্রায় ১১২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে উর্ধ্ব- ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫ ও ৭০ পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে খেলোয়াড়গণ অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এর নিবন্ধন সম্পন্ন করে আইপিন অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আইডেনটিফিকেশন নম্বরের নিবন্ধন করে অনলাইনে পাঠাতে হয়েছে।