শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

মাস্টার্স ট্যুর টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশের টেনিসে আরেকটি ‘প্রথম’ সংযোজন হলো। সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।

টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি জসিম উদ্দিন ও মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও সুইডেনের প্রায় ১১২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে উর্ধ্ব- ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫ ও ৭০ পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে খেলোয়াড়গণ অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এর নিবন্ধন সম্পন্ন করে আইপিন অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আইডেনটিফিকেশন নম্বরের নিবন্ধন করে অনলাইনে পাঠাতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com