বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

মাস্ক না পরায় খাগড়াছড়িতে ১৪৮ জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ মাস্ক না পরায় খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোট ১৪৮ জনকে অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাস এ তথ্য জানানো হয়।জানা গেছে, সকাল থেকে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন বাজারে, দোকান, রাস্তায় অভিযান পরিচালনা করে ১৪৮ জনকে জরিমানা করেছেন। অভিযানে সবাইকে নগদ অর্থদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ায় জেলার সকল মানুষকে সুস্থ রাখতে এবং সবাইকে সচেতন করতে এমন অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে। জেলার ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com