মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

মানিকের অকাল মৃত্যুতে ভোরের সমাচার পরিবারের শোক

নারায়ণগঞ্জ প্রতিনিধি::

‘দৈনিক ভোরের সমাচার ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’র ষ্টাফ রিপোর্টার মো. মানিক হোসেন’র অকাল মৃত্যুতে পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

বুধবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর পেয়ে এ শোকবার্তা জানান তিনি।

সম্পাদক শোকবার্তায় জানান, মানিক হোসেন প্রায় বছর খানেক ধরে আমাদের পত্রিকায় অত্যন্ত দায়ীত্বের সাথে কাজ করেছেন। সব সময় মানিক সংবাদ সংক্রান্ত কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। তার অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সাম্প্রতীক লিবার জনিত রোগে ভুগছিল মানিক। অসুস্থ্য হয়ে সাইনবোডস্থ প্রো-এ্যাকটিভ নামের একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে মালিকপক্ষ ও চিকিৎসকদের দায়ীত্ব অবহেলায় তার অকাল মৃত্যু ঘটেছে। আমরা মানিককে যারা তিলে-তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার কামনা করছি। একই সাথে সাংবাদিক মানিকের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশপাশি মানিকের বিদেহি অত্মার মাগফেরাত কামনা করে দু:খ প্রকাশও করেন তিনি। সবশেষে মানিকের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুম্মা শহরের কয়েকটি মসজিদে দোয়া করে বিশেষ মোনাযাত করা হবে। মানিকের জানাযা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার খানপুর হাসপাতাল অথবা ঈদগাহ মাঠ প্রঙ্গনে। সকল শ্রেনী পেশার মানুষদের মানিকর জানাযায় উপস্থিত থাকার অনুরোধও জানান পত্রিকাটির সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com