বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক।
তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার সেবাই পরম ধর্ম। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
সোমবার (২৮ অক্টোবর) রাতে হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের আমদানী কালী মন্দির পরিদর্শনকালে মন্দিরে আসা পুর্নার্থীদের উদ্দেশ্য বক্তব্যে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। ১নং ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।