শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার মাঠ দখল করে রাস্তা নির্মাণের খোয়া ভাঙ্গা হচ্ছে। এতে ওই মাদ্রাসার চলমান বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষার্থীরা বেশ বিপাকে পড়েছে। ইটের খোয়া ভাঙ্গার বিকট শব্দে তাদের মনোযোগের ক্ষেত্রে বিঘ্নতা ঘটছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
তবে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী বলেন, কয়েকদিনের জন্য মাঠটিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানেন।
ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, এক গাড়ি ইটের বিনিময়ে তাদের মাদ্রাসার মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে,তাই মাঠে খেলাধুলা বন্ধ থাকার সুবাধে মাঠটি ঠিকাদারকে ব্যবহার করতে দেওয়া হযেছে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় মাঠের প্রায় অর্ধেক অংশ জুড়ে ইটের স্তুপ করে রাখা হয়েছে। একাধিকবার ইটের গাড়ী চলাচল করার কারণে বিদ্যালয় প্রবেশের প্রধান ফটক ও মাঠের মাটি ধুলোবালু আর খানাখন্দে পরিণত হয়েছে। ইটের স্তুপ করে রাখা জায়গাগুলো কয়েকজন নির্মাণ শ্রমিক হাতুড়ীর বারি দিয়ে খোয়া ভাঙ্গছে। খোয়া ভাঙ্গার ঠুক ঠাক বিকট শব্দে শ্রেণী কক্ষগুলো শব্দ দুষণে পড়েছে।
সেখানে কথা হয় কয়েকজন নির্মাণ শ্রমিকের সাথে তারা বলেন, কয়েকদিন ধরেই খোয়া ভাঙ্গার কাজ করছি। আরো কয়েকদিন ভাঙ্গতে হবে। এক কিলোমিটার সড়কের খোয়া কম তো নই। অনেক খোয়া ভাঙ্গতে হবে। আর হাতুড়ী দিয়ে খোয়া ভাঙ্গলে তো শব্দ হবেই।
চলমান বার্ষিক পরীক্ষার সময় এমন বিকট শব্দের কারণে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায়, পরীক্ষার সময় ইটের খোয়া ভাঙ্গার শব্দে মাথা ব্যাথা শুরু হয়। পরীক্ষার মনোযোগ হারিয়ে যায়। বছরের শেষ পরীক্ষায় সময়তো মাথা ঠান্ডা রেখে নীরব পরিবেশে পরীক্ষা হওয়া দরকার। কিন্তু মাদ্রাসা মাঠে এমন শব্দের কারণে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরেই মাদ্রাসা মাঠে খোয়া ভাঙ্গছে যা অত্যন্ত বিরক্তিকর।
ঠিকাদার প্রতিষ্ঠান এম এস অটো রাইস মিলের ঠিকাদার আব্দুস সামাদ মুঠোফোনে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেখানে রাস্তা নির্মাণের মালামাল রাখা হয়েছে। বর্তমানে সেখানে খোয়া ভাঙ্গা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ মাঠ ব্যবহারের বিনিময়ে এক গাড়ী ইট চেয়েছেন। তা মাদ্রাসা কর্তৃপক্ষকে দেওয়া হবে।
উপজেলা এলজিইডি সুত্রে জানা গেছে, চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপর লেহেম্বা রাস্তা প্রর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় এক কোটি ৯ লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকায় কাজটি বাস্তবায়ন করছে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠান।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক আলী মুঠাফোনে বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে পরিন্দশনে গিয়ে মাঠের মধ্যে ঠিাকাদারী মালামাল রাখতে দেখেছি। সে সময় সুপারকে বলেছিলাম এগুলো সরাতে। যেহেতু এখনো মালামাল গুলো অপসারণ হয়নি। সুপারকে আবারো বলা হবে ওই মালামাল সরানোর জন্য।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। পরে তার দপ্তরে গিয়েও তাকে পাওয়া যায়নি।