শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

মাদারীপুরে র‌্যাবের হাতে ভূয়া ডাক্তার আটক

মাদারীপুর প্রতিনিধি::

র‌্যাব-৮ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে সন্তোষ কুমার দাশ (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করে। দন্ড প্রাপ্ত ভুয়া চিকিৎসক সন্তোষ মাগুরা জেলার বড় শলই গ্রামের মৃত অজিত কুমার দাশের ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার দি গ্রুপ এক্স-রে অ্যান্ড প্যাথলজি ল্যাবে অভিযান চালায়। এসময় সন্তোষ কুমার দাশ নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা দেওয়ার বিষয়টি হাতেনাতে দেখতে পেয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করে র‌্যাব। পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন সন্তোষ কুমার দাশকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় মাদারীপুর সিভিল সার্জন ডা. ফরিদ হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

মাদারীপুর র‌্যাব-৮ অতরিক্তি পুলশি সুপার জনাব মোঃ রইছ উদ্দনি বলেন, আমাদের সকল প্রকার অভিযান চলবে। রাজৈর থানার অফিসার ইনর্চাজ জিয়াউল মোর্শেদ বলেন, আসামীকে কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com