রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মালবাহী মাহিন্দ্র গাড়ি উল্টে চালক নিহত ও হেলপার আহত হয়েছে। আহত হেলপারকে শিচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় একটি মালবাহী মাহিন্দ্র গাড়ি নির্মানাধীন একটি ব্রীজের উপর দিয়ে ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে নিচে পড়ে যায়। এতে গাড়ির চালক ফারুক (২০) ও হেলপার গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক ফারুককে মৃত বলে ঘোষনা করে। আহত গাড়ির হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের মোসা মিয়ার ছেলে।