শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি::
মাদারীপুরের কালকিনিতে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। নিহত জহিরুল ইসলাম যক্ষা উপজেলার কয়ারিয়া গ্রামের সোহরাব খান এর ছেলে।
জানা যায়, র্যাব-৮ বরিশাল জহিরুল ইসলাম যক্ষাকে নিয়ে মাদক উদ্ধার করতে গেলে উত্তর চড়আইড় কান্দি নামক স্থানে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। নিহত জহিরুল ইসলাম যক্ষা একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামী ও বিশিষ্ট মাদক ব্যবসায়ি।
র্যাব ৮ জানায়, আজ মঙ্গলবার মধ্যরাতে জেলার কালকিনি উপজেলার উত্তর চড়আইড় কান্দি গ্রামে মাদক উদ্ধার অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপর সন্ত্রাসিরা অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব গুলি ছোরে এসময় জহিরুল ইসলাম যক্ষা নিহত হয়।
র্যাব ৮ এর এস আই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা তাকে নিয়ে মাদক উদ্ধার করতে গেলে উত্তর চড়আইড় কান্দি নামক স্থানে গোলা গুলিতে জহিরুল ইসলাম যক্ষা নিহত হয় ও তার লাশ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসেন বলেন, বন্দুকযুদ্ধে নিহত জহিরুল ইসলাম যক্ষার লাশ মাদারীপুর সদরে পাঠানো হয়েছে এবং র্যাব থানায় ৩টি মামলার প্রস্তুতি চলছে।