শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

মাদারীপুরে ঐতিহ্যবাহি ‘কুন্ডু বাড়ির মেলা’ ২৫ অক্টোবর থেকে শুরু

মাদারীপুর প্রতিনিধি::

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের কুন্ডু বাড়িতে প্রতি বছর কালিপূজা ও দিপাবলী উপলক্ষ্যে আয়োজন করা হয় এ মেলার। প্রায় আড়াইশ’ বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি এই মেলাটি ‘কুন্ডু বাড়ির মেলা’ নামে পরিচিত। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের আসবাবপত্রের সমারোহ ঘটে এই মেলায়। এতে মাদারীপুর ও এর আশপাশের জেলা থেকে হাজার হাজার লোকের ঢল নামে। এ মেলা আগামী ২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে মেলার আনুষ্ঠানিকতার বেশ কয়েকদিন বাকি থাকলেও শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দোকানিদের দোকান নির্মানের কর্যক্রম। তা দেখে মেলার দর্শনার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামে কুন্ডু বাড়িতে ১৭৮৩ সালের নভেম্বরে দিপাবলী ও কালিপূজা উপলক্ষ্যে দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু এই মেলার প্রবর্তন করেন। তাই কুন্ডুদের বংশের নামানুসারে মেলা নাম হয় কুন্ডু বাড়ির মেলা। এই সময় দিপাবলীর পরের দিন এই অঞ্চলের বিভিন্ন কালি প্রতিমা জড়ো করা হত। এর মধ্যে যাদের প্রতিমা সুন্দর হতো তাদের পুরস্কার প্রদান করা হত। তৎকালে চিত্তবিনোদনের জন্য পুতুল নাচ, জারি গান, পালা গান, নৌকাবাইচের আয়োজন করা হত। কালের বিবর্তনে পালাগান জারি গান, নৌকা বাইচ বন্ধ থাকলেও পুতুলনাচ ও নাগর দোলার আয়োজন এখনো আছে। বংশপরম্পরায় প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসে। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এই মেলা বিখ্যাত। মেলায় মাদারীপুর ছাড়াও বরিশাল, খুলনা, বাগেরহাট, মাগুরা, যশোর, নড়াইলসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তাদের মাটির, বাঁশের ও কাঠের তৈরি বিভিন্ন মালামাল ট্রাকযোগে বিক্রির জন্য নিয়ে আসারর কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com