বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি::
মাদারীপুরের রাজৈরে গাছের ডাল পড়ে মোঃ রেজাউল শেখ (৪৫) নামের গাছ কাটা এক শ্রমিক মারা গেছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গাছ ব্যাবসায়ি কুদ্দুস কারিকর বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের রিপন মোল্লার বাড়ি বাগানে ক্রয়কৃত গাছ কাটা শ্রমিক হিসেবে রেজাউল শেখ গাছ কাটতে যান। পরক্ষনে নিচে পরে থাকা কাটা ডালপালা সরিয়ে নেওয়ার কাজ করছিলেন। তখন ওপর থেকে কাটা একটি ডাল তাঁর মাথার ওপর পড়লে মাথা ফেটে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় রাজৈর সরকারী হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত রেজাউল শেখ শংকরদী গ্রামের এচাহাক শেখের ছেলে।
রাজৈর থানার ওসি মোঃ শওকত জাহান বলেন, গটনা শুনে পুলিশ পাঠিয়েছি তারা আশার পড়ে শুনে আইনআনুগ ব্যাবস্থা নেওয়া হবে।