মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে রূপগঞ্জ থানার নবনিযুক্ত ওসি মাহমুদুল হাসান। গত এক মাস আগে এ থানায় তিনি ওসি তদন্ত হিসাবে যোগদান করেন।
এর আগে তিনি ঢাকা ডিএমপির ডিবিতে ছিলেন। ওসির জেহাদ ঘোষণার খবরে অনেক মাদক কারবারি ইতোমধ্যে আত্মগোপনে গেছে বলে জানা গেছে।
জানা গেছে, নেত্রকোনা জেলা সদরের মোঃ সামসুজ্জামানের ছেলে মাহমুদুল হাসান গত এক মাস আগে রূপগঞ্জ থানায় ওসি তদন্ত হিসাবে যোগদান করে। এর আগে তিনি ঢাকা ডিএমপির ডিবিতে নিযুক্ত ছিলেন। তার আগে গাজীপুর জেলায় কর্মরত ছিলেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক মাদক ব্যবসায়ীর প্রাইভেটকার আত্মসাৎ করার অভিযোগে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করার পর থেকে গত একমাস রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ পদটি শূণ্য থাকে। গত পহেলা এপ্রিল ওসি তদন্ত মাহমুদুল হাসানকে অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমার জেহাদ ঘোষণা। মাদক কারবারিদের কোন ছাড় দেওয়া হবেনা। এছাড়া সন্ত্রাস ও ভেজাল নিয়েও তিনি কাজ করবেন বলে জানান। তিনি বলেন, সবার সহযোগীতা নিয়ে রূপগঞ্জকে আমি রূপের নগরীতে পরিণত করার চেষ্টা করবো।