রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

মাঝ রাতে নদীর চরে আটকে গেল সুন্দরবন-১১ লঞ্চটি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ নিয়ন্ত্রণ হারিয়ে এমভি সুন্দরবন-১১ লঞ্চটি চরে আটকে গেছে। এতে লঞ্চটির একাংশ কাত হয়ে যায়। পরে এমভি সুরভী-৭ লঞ্চে যাত্রীদের তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে চলমান অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চের মাস্টার আলম সর্দার। তিনি জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে ওই স্থানে এসে লক্ষ্য করেন হাইড্রোলিক কাজ করছে না। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লঞ্চের নিয়ন্ত্রণ নিতে তিনি চরের দিকে নিয়ে যান। সেখানে চরে আটকে পড়ে।

তিনি বলেন, নিকটবর্তী লঞ্চ এমভি সুরভী-৭ এ যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। আমরা এখনো চরে আটকে আছি। মূলত ভাটার কারণে চরে পানি কম। জোয়ার এলে লঞ্চ নামানো সম্ভব। আমাদের লঞ্চে ৪/৫শ যাত্রী ছিল। তিনি নিশ্চিত করেন, মেরামতের পর বর্তমানে লঞ্চটি হাইড্রোলিক ত্রুটি মুক্ত হয়েছে।

এমভি সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক বলেন, ঠিক কী কারণে সুন্দরবন লঞ্চটি চরে থামিয়ে রাখা হয়েছে জানি না। লঞ্চটি কিছুটা কাত হয়ে রয়েছে। তবে সুরভী-৭ লঞ্চ কাছে গিয়ে ওই লঞ্চের যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ এই যাত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন। তবে এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com