শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুস্মিতার জলকেলি

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিং পুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, এই সুইমিং পুলের জলে সাঁতার কাটছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

সুস্মিতা সেন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। কনকনে শীতে যখন মানুষ কাঁপছে, তখন সুস্মিতার এই ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

এ ভিডিওর ক্যাপশনে সুস্মিতা সেন লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, নতুন বছর উপলক্ষে ছুটি কাটাতে আজারবাইজানে গিয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সাঁতার কাটেন তিনি। ছুটি কাটিয়ে ভারতে ফিরেছেন। ফের এই সুইমিং পুলে সাঁতার কাটার ইচ্ছার কথা জানিয়ে ভিডিওটি পোস্ট করেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com