বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:: এই বর্ষাকাল এলেই বেড়ে যায় ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ। টানা বৃষ্টিতে যেখানে, সেখানে পানি জমে যায়। বাড়তে থাকে মশার প্রকোপ। স্বাস্থ্য সুরক্ষায় এই সময় মশার প্রকোপ থেকে বাঁচার উপায় অবলম্বণ করা জরুরি হয়ে পড়ে। বারান্দায় যদি পাঁচ ধরণের গাছ রাখতে পারেন তাহলে এই বর্ষায়ও মশার দাপট আটকাতে পারবেন।
লেমনগ্রাস: মশা তাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুগন্ধযুক্ত লেমনগ্রাস। বারান্দায় টবে লেমনগ্রাসও বসাতে পারেন। বর্ষায় এই গাছ খুব বাড়ে। তা ছাড়া প্রতিদিনের চায়ের পানিতে লেমনগ্রাসের পাতা দিতে পারেন। এতে চা যেমন সুস্বাদু হবে, তেমনই পুষ্টিও পাবেন।
তুলসি: অনেকের বাড়িতেই তুলসি গাছ থাকে। তবে মশা তাড়ানোর জন্য সবচেয়ে ভালো ব্যাসিল তুলসি। এই গাছ বসাতে হবে টবে। এর গন্ধে মশা আসবে না। তবে বারান্দায় গাছটা এমন জায়গায় রাখতে হবে যাতে গাছটি নিয়মিত রোদ পায়। না হলে গাছটি মরে যেতে পারে।
পুদিনা: বর্ষায় পুদিনা পাতা একেবারে থকথকে সবুজ হয়ে ওঠে। পুদিনার শিকড় যুক্ত একটা ডাল বসালেই কয়েক সপ্তাহে তারা বংশবিস্তার করে ফেলে। এই পুদিনা রান্নার কাজে যেমন ব্যবহৃত হয় তেমনি মশাদের দাপটও কমাতে পারে। রান্নাঘরের জানলায় কিংবা বারান্দায় ছোট্ট টবে পুদিনা গাছ বসিয়ে দিলেই চলবে।
ল্যাভেন্ডার: বারান্দায় একটি ল্যাভেন্ডার রাখলে এর সুবাসে ঘরে মশা ঢুকবে না। মশা তাড়াতে বারান্দায় একটা ল্যাভেন্ডার রাখতেই পারেন।
রোজমেরি: রোজমেরি বারান্দায় রাখতে পারেন, তবে এই গাছ এমন জায়গায় রাখুন যাতে পর্যাপ্ত রোদ পায় কিন্তু অধিক তাপমাত্রা যেন না পায়। এই গাছের গন্ধে ঘরে মশা ঢুকবে না। আর গাছ যদি না পান, তাহলে ল্যাভেন্ডার ও রোজমেরির এসেনশিয়াল অয়েল ব্যবহার করেও মশা তাড়াতে পারেন।