শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করলেন প্রাণী সম্পদ মন্ত্রী

মো. সামাদ খান, মধুখালী ফরিদপুর প্রতিনিধি : মধুখালী থানার কামারখালী এলাকায় মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান এমপি।

মঙ্গলবার বিকেলে মধুখালী উপজেলাধীন কামারখালী ইউনিয়নের অন্তগর্ত আব্দুর রউফ জাদুঘরের তৎসংলগ্ন প্রকল্পটি উদ্বোধন করেন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন মন্ত্রী। এই প্রকল্পের আওতায় মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সাড়ে সাত কিলোমিটার এলাকায় নদীটির সংরক্ষণ ও ড্রেজিং এর কাজ করা হবে । এই প্রকল্পের কাজের ব্যয় ধরা হয়েছে ৪৮১ কোটি ১০ লাখ টাকা।

পাউবো সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলাধীন মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার খরস্রোতা মধুমতি নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ এবং বন্যার কবল থেকে স্থানীয় জনগণকে রক্ষা করায় এ প্রকল্পের উদ্দেশ্য, ড্রেজিং করে নদীর প্রবাহ ও নাব্য স্বাভাবিক রাখা হবে।

নদীর তীর সংরক্ষণের মাধ্যমে এ দুটি উপজেলার অন্তর্গত আটটি প্রকল্প নদী ভাঙ্গন কবলিত স্থানে বিদ্যমান সরকারি বেসরকারি স্থাপনা, শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি যাদুঘর সংযোগ সড়ক, মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাট বাজার, কমিউনিটি ক্লিনিক, ধর্মীয় উপাসলনায়, ফসলি জমি ও বাসযোগ্য জমি বসবাসের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ইত্যাদি নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে।

এতে আনুমানিক ২ হাজার ৭৭২ কোটি ২৫ লাখ টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরের সংযোগ সড়কসহ তৎসংলগ্ন এলাকা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। চলতি অর্থবছর থেকে শুরু হওয়া এই প্রকল্প সম্পূর্ণ শেষ হওয়ার সময় ২০২৬ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে।

সূত্র জানান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বসতভিটায় যাতায়াতের রাস্তাসহ নওপাড়া ইউনিয়নের দক্ষিণ নওপাড়া এলাকা সহ ১৫০মিটার এলাকাজুড়ে মধুমতি নদীর প্রবল ভাঙ্গন কবলিত হয়েছে। এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বাঁশতলা পশ্চিম চর নারায়ণদিয়া দক্ষিণচর নারায়ণদিয়া দিকনগর পবন বেগ বাজার এবং গোপালপুর ও টগরবদ্ধ ইউনিয়নের মিলনস্থলে বাজরা ও চড় আজমপুর এলাকা সহ ,৪ হাজার ৩৫০মিটার নদীর তীর এলাকা ও মধুমতি নদীর প্রবল ভাঙ্গন কবলিত।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও কৌশলী পার্থ প্রতিম সাহা জানান, এই প্রকল্পের আওতায় সাড়ে সাত কিলোমিটার নদীর তীর এলাকা সংরক্ষণ ও ৩০০০ হাজার ১০০ মিটার এলাকা ড্রেজিং এর কাজ করা হবে।

জননেতা জনাব আব্দুর রহমান এমপি ও মাননীয় সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান কে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার পরিস্কার ভাবে বলে দিয়েছেন যারা গরিবের হক নষ্ট করবেন এবং যারা বাজার দ্রব্য নিয়ে বাড়াবাড়ি করবেন, অন্যর ক্ষতি করবেন তাদেরকে ছাড় দেয়া হবে না।

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় তা আমার সরকার করবেন এবং আমি আশাবাদী সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যেই যাতে, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন, সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মেহনতী মানুষ যাতে করে রমজানে কোন ধরনের কষ্ট না পায় সেদিকে আমার সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত।

এসময় মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগনের জন্য ও দেশকে এগিয়ে নিতে শান্তিতে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, যে যারা সমাজের মধ্য দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করবে তাদের কাউকেই ছাড়দেওয়া হবে না। এসময় মঞ্চে উপস্থিত ছিললেন, আওয়ামী লীগের নেতা কর্মীসহ, বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত সকল নেতা কর্মীরা ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com