শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান সদরস্থ বাজার এলাকায় অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৭ ফার্মেসী মালিককে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বান্দরবান সদরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান।
তিনি জানান, বান্দরবান সদরের রানা ড্রাগ হাউস, জয় ফার্মেসী, আনন্দময়ী ঔষুধালয়, পপুলার ফার্মেসী, শফিক মেডিকো, রত্না মেডিকেল হল, পাহাড়িকা ফার্মেসী এসব ফার্মেসী কোনো ফার্মাসিস্ট ছিলো না ও ফার্মেসীগুলোতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ রাখা হয়নি, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং আমদানী নিষিদ্ধ ভেকসিন বিক্রয় করায় ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেক ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।