বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

ভোলার নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস নিশ্চিত করল বাপেক্স

ভোলা (বরিশাল) প্রতিনিধি:: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।

রোববার (৭ মে) ভোরের দিকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, রোববার ভোরে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেন তারা। ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে আগুন প্রজ্বলন করেন। ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়।

রোববার দ্বিতীয় স্তরের দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। এতে তারা ওই পরিমাণ গ্যাসের বিষয়টি নিশ্চিত হন। তাই মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, এখানে প্রচুর পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

বাপেক্সের মহাপরিচালক বলেন, ধারণা করা হচ্ছে এখানে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) বা তারও অধিক গ্যাস মজুত রয়েছে। তবে সেটি পুরো পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এখান থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৯ মার্চ ইলিশা-১ নামের নতুন ওই কূপ খননকাজ শুরু করে বাপেক্স।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com