বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

ভোলায় শুরু হয়েছে তিন দিনের আন্ত উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা

নিজস্ব প্রতিবেদক, একুেশর কন্ঠ : সোমবার (২৯ জানুয়ারি) ভোলায় তিন দিনব্যাপী আন্ত উপজেলা সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলা শুরু হয়েছে। বিকালে ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

জেলার সাত উপজেলা থেকে আসা মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপস্থাপন করবে। পাশাপাশি মেলায় বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে বাহারি রকমের পিঠা-পুলির ১৯ টি স্টল এবং ৭টি বইয়ের স্টলসহ মোট ২৬ টি স্টল স্থান পেয়েছে।

এ ধরণের আয়োজন শহরবাসীর মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ আয়োজন জেলার মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com