সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জের ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় অপহরণ আতঙ্ক চলছে বলে অভিযোগ উঠেছে। কয়েক দিন যাবত এর মাত্রা বেড়ে গেছে অনেক বেশী।
গত সোমবার একটি অপহরণের ঘটনার পর ভুলতা ফাঁড়ি পুলিশের তৎপরতার গোলাকান্দাইল এলাকা থেকে অপহরণকারী সদস্যের একজনকে আটক করে। আটককৃত অপহরণকারীকে মামলা দিয়ে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
গোলাকান্দাইল এলাকার এক ব্যবসায়ী জানান, গত শুক্রবার বিকাল ৫টার দিকে আড়াইহাজার থানার কান্দাইল এলাকার স্কুল পড়ুয়া ছাত্র তিন বন্ধু কাপড় কিনতে গাউছিয়া মার্কেটে আসে। মার্কেটে আসার পরই তারা অপহরণকারী চক্রের স্বিকার হন। তবে অপহরনের স্বিকার তিন বন্ধুর নাম বলতে পারেনি ব্যবসায়ী মজিবুর রহমান। তিনি বলেন, তিন ছাত্র গাউছিয়া-২ মার্কেটে ঢুকার সাথে অপহরণকারীর ৫ সদস্য মিলে তাদের অভিনব কায়দায় অপহরণ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সড়কের গাউছিয়া এলাকার আলিমুদ্দিন শাহ মাজার এলাকার একটি ফাঁকা বালুর মাঠে নিয়ে মুক্তিপণ দাবী করে। তাদের কাছে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং তাদের শারীরিক ভাবে নির্যাতন করে মেরে ফেলার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে এবং পরে তাদের ছেড়ে দেয়। এই অপহরণের আতঙ্কটি ছড়িয়ে পড়েছে এলাকার সর্বত্র। অপহরণ আতঙ্কের ফলে ক্রেতাশূণ্য হচ্ছে এই মার্কেট।
এলাকাবাসী বলেন, এই এলাকাটি একটি ব্যাংক পাড়া হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। এই এলাকার অবস্থিত দেশের মধ্যের একটি বিখ্যাত কাপড়ের হাট। প্রতি সোমবার এই গাউছিয়া হাটে কয়েক কোটি টাকার কাপড় বেচাকেনা হয়। এই অপহরনের আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ায় হাটবাজারেও নেমেছে ব্যবসার ধ্বস।
ভূলতা ফাঁড়ি পুলিশ বলেন, আমরা এই চক্রটির মুল হুতাকে ধরার চেষ্টা চালাচ্ছি। আমরা এই অপরাধী চক্রটি সমূলে নির্মূল করে ছাড়ব।