মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এ বছর রাখিপূর্ণিমা উদযাপন থেকে বিরত থাকলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও তার বোন । সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের সঙ্গে ছবি পোস্ট করে সে তথ্য জানালেন অভিনেতা নিজেই ।
শৈশব এবং বর্তমানের দু’টি ছবি পোস্ট করে বিক্রম লেখেন, ‘এ বছর আমরা রাখির উদযাপন করছি না। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে মানসিক দিক থেকে কোনো ভাবেই উদযাপনের কথা মাথায় আসছে না ।
আরজি কর-কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ রাজ্য । সেই প্রসঙ্গের উল্লেখ না করেই পুরুষ হিসেবে হতাশা প্রকাশ করেছেন বিক্রম । তিনি লেখেন, ‘আমরা পুরুষ হিসেবে ব্যর্থ । আমরা মানুষ হিসেবে ব্যর্থ । আমরা সমাজ হিসেবে ব্যর্থ। ধর্ষকদের কোনো ভাবেই ক্ষমা করা যায় না । আমরা সবাই বিচার চাই ।
পোস্টের সঙ্গে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর’ উল্লেখ করেছেন বিক্রম ।
এই পোস্টের মন্তব্য বিভাগে বিক্রমকে তার সিদ্ধান্তের জন্য কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা। মহিলাদের রাত দখলের পোস্ট ভাগ করে নিয়ে বিক্রম লিখেছিলেন, ‘শুধু রাত বা শুধু দিন নয়। প্রতিটা অধিকারের দখল হোক ।