বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
গতকাল রবিবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম। প্রেসক্লাবে আসার পর অতিথিদ্বয়কে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে ইতিমধ্যেই বোচাগঞ্জের মানুষের মনে জায়গা করে নিয়েছে আমি আশা করি ভবিষ্যতেও তারা তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে থেকে সমাজের অপরাধ নির্মূলে সাহসী ভূমিকা পালন করবে।
এছাড়াও তিনি সংবাদিকদের কল্যানে সাধ্যমত সহযোগিতা করার কথাও বলেন।