রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ বুধবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর মাধ্যমে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
এসময় ইটভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান খান, আর,এম,ও ডাঃ আসাদুজ্জামান, সেতাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ নাজমা ফেরদৌস পুতুল, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।