রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর পরিচালনায় ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ১ কোটি ৫৪ লাখ টাকার বাজেট সভা করা হয়েছে।
বাজেট সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান, মোঃ কফিল উদ্দীন আহমেদ, মোঃ আনিসুর রহমান উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সহ সকল সরকারী কর্মকর্তা, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।