শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
“সমবায় ভিত্তিক সমাগ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে সমবায় বিভাগ। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হতে বোচাগঞ্জের সমবায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের অংশ গ্রহনে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন করার মাধ্যমে সমবায় দিবসের সুচনা শেষে উপজেলা হলরুমে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ, মোঃ আহাদ আলী, অবসর প্রাপ্ত উপজেলা সমবায় অফিসার মোঃ মজিবুর রহমান সাবেক সেক্রেটারী, কাল্ব লিঃ, মোঃ মাহাবুবুর রহমান সাবেক পরিচালক কাল্ব লিঃ, মোঃ আব্দুল মোতালেব, চেয়ারম্যান উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সুশেন চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রমুখ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মোছাঃ লায়লা মোতালেব, চেয়ারম্যান উপজেলা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মোছাঃ সামসুন নাহার সাবেক, চেয়ারম্যান উপজেলা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মোঃ মাজেদুর রহমান পাপ্পু উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। আলোচনা শেষে উপজেলা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, গুড নেইবারস্ সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতি ও রংধনু বহুমুখী সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।