রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শুক্রবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের মুরারিপুর দকচাই মোড়ে এক সড়ক দূর্ঘটনায় ফুফাত মামাত দুই বোন ইভা (১৫) ও নিপা (১২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মৃত ইভা ও নিপার মামাত ভাই মটরসাইকেল আরোহী রকি (২৮) গুরুত্বর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জানা গেছে, নিহত ও আহত রকি মটরসাইকেলেযোগে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে বোচাগঞ্জে আসার পথে মুরারিপুর দকচাই মোড়ে পিলার বোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টরকে অভারটেক করার সময় পিছন থেকে ট্রাক্টরটি মটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত ইভা সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া গ্রামের বসবাসকারী অরুনের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ও নিহত নিপা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ কামারপাড়া গ্রামের বসবাসকারী গোলাম মোস্তফার ৬ষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া কন্যা।
এ ঘটনায় বোচাগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। অপরদিকে সড়ক দূর্ঘটনায় দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।