শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আজ ২৮ আগষ্ট মঙ্গলবার বিকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ২নং-ইশানিয়া ও ১নং-নাফানগর ইউনিয়নের ৫০ জন গন্যমান্য ব্যাক্তির অংশ গ্রহনে ২০১৮ সালের সিডিপি রি-ডিজাইন সভা করা হয়েছে। বোচাগঞ্জ সিডিপির উপজেলা ম্যানেজার রতন বালার সভাপতিত্বে রি-ডিজাইন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার হেমন্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে ইবনে মাসুদ রারা, মোঃ দেলোয়ার, বাতাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাসনা হেনা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ কুমার রায় প্রমুখ। সভায় সিজোনাল ক্যালেন্ডার, ভেন ডায়াগ্রাম, টাইম ক্লক, সোশিয়াল ম্যাপ, ওয়েলথ র্যাংকিং, প্রোবলেম ট্রি ও ওবজেকটিভ ট্রি বিষয়ে আলোচনা করা হয়। এসময় বোচাগঞ্জ সিডিপির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।