বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বোচাগঞ্জে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে র‌্যালী ও স্মারকলিপি

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিনাজপুরের বোচাগঞ্জে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারী নীতিমালা অনুযায়ী খাস জমি ও জলাশয় দ্রুত বন্দোবস্তের দাবিতে র‌্যালী সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ।

সকাল সাড়ে ১১টায় বে-সরকারী প্রতিষ্ঠান সিডিএর সহযোগিতায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম হতে প্রায় ৩শতাধিক ভূমিহীন মানুষের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এছাড়া উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে নৌপরিবহন প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, জন সংগঠন ঐক্য পরিষদরে সভাপ্রধান মানিক অধিকারী, উপজেলা মাইনরিটি ওয়াচের সভাপতি সুকমল রায়, উপজেলা জনসংঘঠনের ভূমিহীন সমন্বয়কমিটির সভাপ্রধান নিশিকান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আঞ্চলিক সমন্বয়কারী সিডিএ মোঃ কামরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com