শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ ২৭ মে সোমবার সকাল সাড়ে ১১ টায় সেতাবগঞ্জ খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক মোঃ আবু সাইদ চৌধুরী মুক্তা ও বিজয় কুমার রায় এর ধান ক্রয়ের মাধ্যমে চলতি ২০১৯ মৌসুমের বোরা ধান সংগ্রহের উদ্বোধন করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এইচ.এম তৌহিদুল্লাহ, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, উপ-খাদ্য পরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন, সেতাবগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম, মোঃ সোনা, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ অন্যান্য মিল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি মৌসুমে সরকারী ভাবে ২৬ টাকা দরে ২৫৩ মেট্রিকটন বোরা ধান সংগ্রহ করবে সেতাবগঞ্জ খাদ্য গুদাম কর্তৃপক্ষ। কৃষকরা এ বছর ধানের দাম না পাওয়ায় বোচাগঞ্জে লটারীর মাধ্যমে ৪শ জন কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও গত ১৮ মে চলতি মৌসুমের বোরা চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।