শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের বোচাগঞ্জ চর্মরোগ আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস্ বাংলাদেশ, বোচাগঞ্জ সিডিপির উদ্যোগে আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের বি.এম ক্রিয়েটিভ স্কুল মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এর চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ সাহ্ মোঃ ইসমাইল হোসেন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রতল বালা, মেডিকেল অফিসার ডাঃ জোবাইতুন নাহার আইরিন, হেল্থ অফিসার কে.এম আবুল ফাত্তাহ প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন গ্রামের প্রায় ৮২ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।