শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

বোচাগঞ্জে নবাগত জেলা প্রশাসক মাহমুদুল আলমের পরিচিতি সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ সোমবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কাজী, পুরোহিত, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের সাথে পরিচিতি সভা করেছে নবাগত দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমকে উপজেলা প্রশাসন, ইএসডিও প্রেমদীপ প্রকল্প এবং গুডইেবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিচিতি পর্ব শেষে সভায় মাহমুদুল আলম বলেন, আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন নাশকতা করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাদ্যে স্বয়ং সম্পুর্ণতা অর্জন, দারিদ্রতা নিরসন, মাথা পিছু আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ব্যাপক সম্মান অর্জন করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম এবং ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পদার্পন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com